রাজধানীতে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বংশাল থানা এলাকায় ইয়াবা বিক্রির সময় ৭ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) মো. জুয়েল হোসেন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের অস্ত্রউদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার সময় সংবাদ আসে, বংশালের নর্থ সাউথ রোডের সুরিটোলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য মোটরসাইকেল নিয়ে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা স্কুলব্যাগ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার মোটরসাইকেলটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতার জুয়েল কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।

জুয়েলের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধআল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিল ইসরায়েলি আদালত
পরবর্তী নিবন্ধটিকা রপ্তানির অনুমোদন দিলো ভারত, পাবে বাংলাদেশও