রাজধানীতে স্বস্তির বৃষ্টি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গরমে হাঁসফাস করতে করতে এক পশলা বৃষ্টির আশায় বসে ছিল মানুষ। রমজানের প্রথম দিনেই রাজধানীতে নেমে এল স্বস্তির বৃষ্টি। আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বেশ কিছু অঞ্চলে বৃষ্টির আগমন ঘটে।

বেশ কয়েকদিনের দুর্বিষহ তাপপ্রবাহের পর হঠাৎ বৃষ্টিতে রাজধানীর জনজীবনে একটু স্বস্তির ছোঁয়া লাগলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন আব্দুর রহমান। তিনি বললেন, “ভাই, গরমে এতদিন যে পরিমাণ কষ্ট হয়েছে, আজ বৃষ্টিতে ভিজতে আপত্তি নাই। ”

ব্যবসায়ী কাদের মিয়া বলেন, “রমজানের প্রথম দিনে খোদার রহমত আসছে। ছাতা নিয়ে বাসা থেকে বের হইনি বলে আফসোস নাই। ”

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টির আগমনে উচ্ছসিত অনুভূতি ব্যক্ত করেছেন অনেকেই।
এর আগে তীব্র দাবাদাহের পর রাজধানীর কয়েকটি স্থানে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধম্যানচেস্টার হামলাকারীর ছবি প্রকাশ
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটে ঝড় তুলতে পারেন যেসব খেলোয়ার