রাজধানীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁও এলাকায় চিকিৎসকের বাসায় শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা (৮)।

বুধবার দিনগত রাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার একটি বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফাতেমা কমলাপুর জসীমউদদীন রোডে এক চিকিৎসকের বাসায় গৃহকর্মীর কাজ করত।

নিহত ফাতেমার বাসা নন্দীপাড়ার ছোট বটতলার ১০ নম্বর গলিতে। বাবা দুলাল মিয়া শারীরিক প্রতিবন্ধী। মা শিখা বেগম বাসাবাড়িতে কাজ করেন।

ফাতেমার স্বজনরা জানান, গৃহকর্তা তাদের জানায়, ফাতেমা অসুস্থ তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে। কিন্তু ফাতেমা কী ধরনের অসুস্থ হয়েছে তা তারা জানেন না।

সংসারে অভাব-অনটনের জন্য ছোট মেয়েকে দেড় মাস আগে কমলাপুর জসীমউদদীন রোডের ওই চিকিৎসকের বাসায় কাজে দেন তারা।

ফাতেমার প্রতিবেশী আশরাফুল ইসলাম জানান, বুধবার বিকালে ঢামেকে মারা যায় ফাতেমা। মৃত্যুর পর গৃহকর্তা তাদের জানান, ডেঙ্গুজ্বরে মারা গেছে সে। তবে বাসায় আসার পর সন্দেহ হলে খিলগাঁও থানায় অভিযোগ করা হয়।

এ বিষয়ে খিলগাঁও থানার এসআই রুহুল আমিন জানান, নন্দীপাড়ার ছোট বটতলার ১০ নম্বর গলির বাবা-মায়ের বাসা থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল মতিঝিল থানা এলাকায়। বিষয়টি মতিঝিল থানায় জানানো হয়েছে।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, ফাতেমা কীভাবে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু জ্বরে শিবচরের ফারুক মারা গেছেন
পরবর্তী নিবন্ধমেসি-সুয়ারেজের গাড়িতে বোমা!