রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬২৬ পিস ইয়াবা, ১৬ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ৩০ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধারের দাবি করেছে ডিএমপি।

ডিএমপি বলছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোচিংয়ে শিক্ষার্থীদের বাধ্য করা যাবে না: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধনির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চির ৩ বছর কারাদণ্ড