পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার সকাল ৬টা থেকে সোমবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এক বার্তায় ডিএমপি জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ৬৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ গ্রাম হেরোইন, ৫৫০ গ্রাম গাঁজা, ১,১০৫ বোতল ফেন্সিডিল ও ১,০৩৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। গতকাল একই অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করে ডিএমপি।