রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১ মে) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে, ৪ হাজার ৪৮০ পিস ইয়াবা, ৭১ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, চার বোতল বিদেশি মদ ও ১২০টি ইনজেকশন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশক্তি হারিয়ে বাংলাদেশের উপকূলেই আসবে ঘূর্ণিঝড় অশনি
পরবর্তী নিবন্ধআংটি বদল করলেন সোনাক্ষী, শিগগিরই বিয়ে