রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁওয়ে দ্রুতগামী এক প্রাইভেটকারের ধাক্কায় মো. হেমায়েত শেখ (৫০) নামের এক রিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক মো. মিজানুর রহমানও (৪০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) দিনগত রাত ১টার দিকে শাহীন কলেজের সামনে ওভারব্রিজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় হেমায়েত শেখের মৃত্যু হয়। পরে রিকশাচালক মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে তাকে ভর্তি করা হয়।

নিহত হেমায়েতের ভাগিনা মো. ফিরোজ বলেন, আমার মামা মহাখালীর সাততলা কাঁচাবাজারে সবজি ব্যবসা করতেন। গতরাত ১টার দিকে সবজি কেনার জন্য রিকশা করে যাওয়ার সময় তেজগাঁও শাহীন কলেজের সামনে ওভারব্রিজ এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে সজরে ধাক্কা দেয়। এতে রিকশাচালকসহ দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আমার মামা মারা যান।

তিনি আরও জানান, তার মামার বাড়ি পিরোজপুর জেলায়। তিনি মহাখালীর সাততলা বস্তি এলাকায় থাকতেন। তিনি তিন মেয়ের জনক ছিলেন। পেশায় সবজি ব্যবসা করতেন।

অন্যদিকে রিকশাচালক মিজানুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তার ভাই মো. নজরুল ইসলাম বলেন, আমার ভাই পেশায় রিকশাচালক। গতরাতে রিকশা চালিয়ে মিরপুরে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। প্রথমে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সেখানে ভর্তি করা হয়।

তিনি জানান, তাদের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার আয়লা চান্দুখালি গ্রামে। মহাখালীর সাততলা বস্তি এলাকায় থাকতেন তিনি।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত বলেন, গত রাতে দ্রুতগামী প্রাইভেটকারে ধাক্কায় রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হয়েছেন। পরে দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে রিকশার যাত্রী হেয়ায়েত শেখ মারা যান ও চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে।

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি মদ্যপ অবস্থায় প্রাইভেটকার চালক দ্রুত গতিতে রিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকার থেকে মদের বোতল পাওয়া গেছে। যেহেতু প্রাইভেটকার জব্দ ও শনাক্ত করা হয়েছে তাই চালককেও পাওয়া যাবে।’

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস
পরবর্তী নিবন্ধবিবিআরের উদ্যোগে ওয়েবনিয়ার অনুষ্ঠিত