রাজধানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদল (৪৫) ও রফিক (২২) নামে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় ফয়সাল (১৯) ও সেলিম (২৬) নামে আরও দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে নিয়ে আসা পথচারী জিলানী বলেন, রূপনগর বেড়িবাঁধ এলাকায় বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালু বোঝাই ট্রাকের চালক ও লেবার মারা যায়। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। ঢাকা মেডিকেলে তাদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে দুর্ঘটনায় আহত ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জের কাশিয়ানীতে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধবাতিল হচ্ছে শিক্ষামন্ত্রীর ভাই জাওয়াদুরের দলিল