পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর নন্দীপাড়া ব্রিজ থেকে ত্রিমোহনী ব্রিজ পর্যন্ত চার কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা ও খাল দখলমুক্ত অভিযান চলছে।
ওই এলাকায় প্রায় ২২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করছে ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসন।
এর আগে পৌন ১টায় এ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
উদ্বোধন শেষে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর খালগুলো দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। আর এটা শুরু হলো ইরানি খাল থেকে। পরবর্তীতে অন্য খালগুলোও দখলমুক্ত করা হবে। বাসযোগ্য ঢাকা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, রাজধানীর কোথাও দখল, চাঁদাবাজি, মাস্তানি সহ্য করা হবে না। নগরবাসীকে সঙ্গে নিয়ে এসবের মোকাবেলা করা হবে।
এ সময় ঢাকা ওয়াসা ও জেলা প্রসাশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।