রাজধানীতে আ’লীগের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।

রোববার বিকালে বাড্ডা থানা এলাকার বেরাইদে এই গোলাগুলির ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেরাইদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে একজন নিহত হয়, গুলিবিদ্ধ হয় আরও পাঁচজন। নিহতের লাশ ও আহতদের রাজধানীর এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধআমি পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না: স্বামীকে স্ত্রী