রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল

নিজস্ব প্রতিবেদক:

দেশে জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে সরকার। এর ফলে বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম, চলবে রাত ১২টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে। যদিও শিডিউলের বাইরেও লোডশেডিং হচ্ছে।

রাজধানীর আজকের সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানতে ডেসকোর গ্রাহকরা ক্লিক করুন এখানে এবং ডিপিডিসি গ্রাহকরা ক্লিক করুন এখানে।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধডিসেম্বরেই চালু মেট্রোরেল, চলবে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত