রাজু আনোয়ার: আর ৫দিন পরেই নববর্ষ। বাংলা সনের প্রথম দিন। অতীতের সকল ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। বাঙালীদের পাশাপাশি দিনটিকে নিয়ে বৈচিত্রময় উৎসবের আয়োজন করে আসছে আদিবাসী জনগন । সে ধারাবাহিকতায় রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জুম সংস্কৃতি মেলা।
বর্ণাঢ্য এ মেলার আয়োজন করেছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক)। রোববার বিকেলে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিউট প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেছেন, পার্বত্য চট্টগ্রামের সঙ্গীতশিল্পী রঞ্জিত দেওয়ান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মামুনুর রশীদ। জাক সভাপতি শিশির চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইন্সটিটিউট পরিচালক রুনেল চাকমা ও সাংস্কৃতিক সংগঠক মনোজ বাহাদুর গুর্খা । স্বাগত বক্তব্য রাখেন, মেলা উদযাপন পরিচালনা কমিটির সদস্য সচিব রনেল চাকমা।
জাক সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য জাক সম্মাননা প্রদান করেছে, এবার কবি, গীতিকার লেখক ও গবেষক সুগত চাকমা (ননাধন), লেখক গবেষক সংগঠক ক্যশৈপ্রু খোকা এবং সংগঠন সংগীতকার অমর শান্তি চাকমাকে জাক সম্মাননা দেয়া হয়েছে।
আজ দ্বিতীয় দিনে ৮ এপ্রিল বিকেলে কবিতা পাঠের আসর, সন্ধ্যায় বম ও চাকমা জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, এবং রন্ত কুমার তঞ্চঙ্গ্যার রচনা ও নির্দেশনায় থাকছে তঞ্চঙ্গ্যা নাটক ‘গিঙিলি’। পরদিন ৯ এপ্রিল ত্রিপুরা ও গারো সাংস্কৃতিক দলের পরিবেশনায় সাংস্কৃতিক উপস্থাপনার পর থাকছে চাকমা নাটক ‘ফিরিই’। জুম ঈসথেটিকস কাউন্সিল এর নিজস্ব শিল্পীদের পরিবেশনায় প্রদর্শিত এ নাটকের রচনা ও নির্দেশনায় থাকছেন ঝিমিত ঝিমিত চাকমা ও ফয়েজ জহির।
এরপর ৯ এপ্রিল শুরু হচ্ছে রাঙামাটি বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু, চাংক্রান-২০১৯ উদযাপন কমিটির তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এদিন উদ্বোধনী ও বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হবে তিন দিনের অনুষ্ঠানমালা। ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ফুল ভাসানো।
এদিকে রাঙামাটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে ২৪ মার্চ থেকে চলছে মাসব্যাপী বিঝু-বৈশাখী মেলা।
বৈসাবি উৎসব উপলক্ষে বিভিন্ন মহলের উদ্যোগে চলছে ঐতিহ্যবাহী জুম্ম সংস্কৃতির খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক মঞ্চায়ন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গানের অ্যালবাম তৈরির প্রস্তুতি। স্থানীয় সংস্কৃতিবিষয়ক সংগঠন হিলর প্রোডাকশনের উদ্যোগে নির্মিত হচ্ছে, ১০টি রোমান্টিক আধুনিক চাকমা গান নিয়ে ‘বড়গাঙানে হোক’ নামে একটি মিউজিক ভিডিও অ্যালবাম। অ্যালবামের ১০টি গানের কথা লিখে সুর করেছেন, বিশিষ্ট সাংবাদিক ও কথাশিল্পী সুশীল প্রসাদ চাকমা।