রাগীব আলীর সম্পত্তি আত্মসাৎ মামলার রায় ৬ এপ্রিল

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সিলেটে দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে আবদুল হাইয়ের মানসিক স্বাস্থ্যগত সমস্যার প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে স্বাস্থ্যগত সমস্যা না থাকায় আদালত এ দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের মানসিক স্বাস্থ্যগত সমস্যা নেই বলে জানিয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মানসিক স্বাস্থ্য বিভাগ।

প্রতিবেদন দাখিলের পর রায় ঘোষণার জন্য আদালত ৬ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।

রাতে আদালতের এপিপি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সিলেটে দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ মামলার রায় ঘোষণার জন্য গত ২৬ ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল। ২৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে রায় ঘোষণা স্থগিত রেখে রাগীব আলীর ছেলে মামলার দ্বিতীয় আসামি আবদুল হাইয়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দেয়া হয়। এ জন্য রায় ঘোষণা স্থগিত রেখে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ৩০ মার্চের মধ্যে আবদুল হাইয়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ৩০ মার্চ মামলার ধার্য তারিখে প্রতিবেদন দাখিল না করায় মহানগর মুখ্য বিচারিক হাকিম এক আদেশে হাসপাতালের পরিচালককে পাঁচ দিনের মধ্যে স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন দাখিল ও প্রতিবেদন দাখিলে দেরি হওয়ার কারণ লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছিলেন।

এ নির্দেশের তিন দিনের মাথায় রোববার হাসপাতালের পরিচালকের পক্ষে উপপরিচালক দেবপদ রায় স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিল করেন।

২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেন সিলেটের কোতোয়ালি থানায়।

উচ্চ আদালতের নির্দেশে এ দুটি মামলার নতুন করে তদন্ত শেষে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে বিচারকাজ শুরু হয়। এর মধ্যে গত ২ ফেব্রুয়ারি জালিয়াতির মামলায় রাগীব আলী ও ছেলে আবদুল হাইয়ের ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত।

আত্মসাৎ মামলায় রাগীব আলী, ছেলে আবদুল হাই, মেয়ে রোজিনা কাদির ও তাঁর স্বামী আবদুল কাদির, তারাপুর চা-বাগানের ভুয়া সেবায়েত সাজা রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ, সেবায়েত পংকজ কুমার গুপ্ত আসামি।
এর মধ্যে মেয়ে ও তাঁর স্বামী পলাতক, মোস্তাক ও পংকজ জামিনে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় ৪ লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধফজলুর রহমান খানকে নিয়ে গুগলের ডুডল