রাখাইনে শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে সমাধান চাইলেন এরশাদ

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে সমস্যার সমাধান হবে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

এর আগে দুপুর ১২টায় জাতীয় পার্টির ২৫ সদস্যের একটি কেন্দ্রীয় টিম নিয়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এইচএম এরশাদ।

সেখানে তাদের অভ্যর্থনা জানান জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাংসদ হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, প্রভাবশালী সদস্য কবির আহামদ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল ও নাজিম উদ্দীন।

এই টিমে রয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, মেজর খালেদ, সাংসদ ইয়াহিয়া চৌধুরীসহ অন্যরা।

এরপরই বিমান থেকে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ২৫ সদস্যের টিমটি সড়কপথে উখিয়ার পথে রওনা দেয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল
পরবর্তী নিবন্ধ৮২ লাখ করে টাকা পাচ্ছেন তামিমরা!