রাকিবের গোলে শুরুতেই এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাই প্লে-অফের দ্বিতীয় লেগে ম্যাচের শুরুতেই গোল পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১১ তম মিনিটে ফরোয়ার্ড রাকিব হোসেনের গোলে বাংলাদেশ ১-০ স্কোরলাইনে এগিয়ে রয়েছে।

ম্যাচের দশম মিনিটে সাদ উদ্দিনের বাড়ানো বলে ফাহিম দৌড়ে গিয়ে বক্সের শেষ প্রান্তে বল রিসিভ করেন। বল রিসিভ করেই রাকিবের উদ্দেশে দ্রুতগতির কাটব্যাক করেন। ফরোয়ার্ড রাকিব হোসেন দুর্দান্ত প্লেসিংয়ে গোল করলে কিংস অ্যারেনা উল্লাসে ফেটে পড়ে। বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়।

এই গোলের মিনিট তিনেক পরেই বাংলাদেশ আরেকটি সুযোগ পেয়েছিল। ডান প্রান্ত থেকে অধিনায়ক জামাল ভূঁইয়া বক্সের সামনে বল ফেলেন। সতীর্থ ফরোয়ার্ড বলটি রিসিভ করলেও পোস্টে রাখতে পারেননি।

বাংলাদেশ ম্যাচে লিড নিলেও শুরুটা ছিল পুরোপুরি মালদ্বীপের। প্রথম দুই মিনিটে মালদ্বীপ দুই প্রান্ত থেকে দু’টি কর্নার আদায় করে। বাংলাদেশের রক্ষণভাগ ছোটখাটো ভুল করেছিল। যদিও এর খেসারত খুব বেশি বড় হয়নি এখন পর্যন্ত।

আজকের ম্যাচ জিতলে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে উঠতে পারবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধনতুন লুকে ওমর সানী
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র