রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ

নিজস্ব প্রতিবেদক

পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি শুল্ক) আরোপ করেছে সরকার।

রোববার (৯ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে এই পণ্য দুটির ওপর শুল্ক বসাতে এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

ওই সুপারিশে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্রান অয়েলের (তেলের) সরবরাহ স্থানীয় মার্কেটে নিশ্চিত করতে রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা যেতে পারে।

কমিশন জানায়, বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে রাইস ব্র্যান তেল রপ্তানি হয়। যে কারণে ট্যারিফ কমিশন ‘স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে দ্রুত নিয়ন্ত্রণ আরোপ’ শিরোনামে প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা, খোলা সয়াবিন ১৬৮ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে রাইস ব্র্যান অয়েল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২০৫ টাকায়।

কমিশন বলছে, দেশে যে ২০টি মিল রয়েছে তাদের মোট উৎপাদন সক্ষমতা সাড়ে চার লাখ টন। যদিও এর পুরোটা ব্যবহার হচ্ছে না। একসময় এ দেশ থেকে এই তেলের কাঁচামাল রাইস ব্র্যান রপ্তানি হতো, যেটা ঠেকাতে রাইস ব্র্যান রপ্তানিতে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয় ২০১৯-২০ অর্থবছর। তবে তেল রপ্তানিতে কোনো শুল্ক নেই। যে কারণে পার্শ্ববর্তী দেশে প্রচুর পরিমাণ রাইস ব্র্যান অয়েল রপ্তানি হচ্ছে।

জানতে চাইলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন বলেন, দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদার সিংহভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে। তবে দেশে ১.২-১.৫ লাখ মেট্রিক টন রাইস ব্র্যান তেল (পরিশোধিত/অপরিশোধিত) উৎপাদিত হলেও তার সিংহভাগ প্রতিবেশী দেশে রপ্তানি হয়। অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ অংশ মেটাতে সক্ষম। দেশে উৎপাদিত রাইস ব্র্যান তেল দেশের অভ্যন্তরে সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এ উদ্দেশ্যে ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্র্যান তেল রপ্তানিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোটে ভরাডুবির ভয়ে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র চলছে: আব্বাস
পরবর্তী নিবন্ধঢাকা সিটি কলেজের ‘সিটি’ তুলে নিয়ে গেছেন আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা