পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বাজে রেকর্ড গড়েছেন রশিদ খান। আফগানিস্তানের এ লেগ স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দিয়েও কোনো উইকেট শিকার করতে পারেননি। বিশ্বকাপে উইকেটহীন এটাই সবচেয়ে বাজে বোলিং।
তবে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিক লুইস। তিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান খরচ করেও উইকেটের দেখা পাননি।
এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ। তিনি ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ১১০ রান দিয়ে কোনো উইকেট পাননি।
বাজে রেকর্ডের এই তালিকায় তৃতীয় বোলার হিসেবে নাম লিখিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১০৬ রান খরচ করে উইকেট শিকার করতে পারেননি ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।
মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে আফগান বোলারদের তুলোধুনো করে ৬ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়েন ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগান (১৪৮), জনি বেয়ারস্টো (৯০) ও জো রুটরা (৮৮)।