রমজান উপলক্ষে আমিরাতে পণ্যে ব্যাপক ছাড়

 পপুলার২৪নিউজ
ডেস্ক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রতিবছরের ন্যায় এবারও নিত্য প্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের মজুদ ও মূ্ল্য নিয়ন্ত্রণে রয়েছে নানা আয়োজন। দেশটির প্রতিটি মার্কেট, সুপার মার্কেট, হাইপার মার্কেট ও সুপার শপে ভোগ্য পণ্য থেকে শুরু করে ব্যবহার্য সব পণ্যে ২৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত  বিশেষ মূল্যহ্রাসের ব্যবস্থা করা হয়েছে। রমজান উপলক্ষে এবার ৪৫০০ আইটেমের পণ্য সামগ্রী হ্রাসকৃত মূল্যে দেওয়া হচ্ছে যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

আমিরাতজুড়ে ক্যারিফোর, লুলুগ্রুপ, বাংলাদেশি মালিকানার আলম গ্রুপ, কো-অপ, আল মদিনাসহ বড় বড় হাইপার ও সুপার মার্কেটগুলো রমজান উপলক্ষে হ্রাসকৃত মূল্যে পণ্য সামগ্রীসহ কেনাকাটায় এসব সুবিধা দিয়েছে। দেশটির প্রতিটি প্রদেশের মিউনিসিপ্যালিটি অফিসসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ মূল্যহ্রাস ও পর্যাপ্ত পণ্যসামগ্রীর মজুদ নিয়মিত তদারক করছে।

আমিরাতে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী ও স্হানীয় আমিরাতিরা প্রতিবছরের ন্যায় এ বছরেও সরকারের এ আয়োজনে সন্তুষ্ট। বিভিন্ন দেশের প্রবাসীরা কার্গোর মাধ্যমে হ্রাসকৃতমূল্যে পণ্যসামগ্রী ক্রয় করে নিজ নিজ দেশে পাঠাচ্ছেন। তবে কার্গো জঠিলতায় এবার হ্রাসকৃত মূল্যে পণ্যসামগ্রী ক্রয় করে দেশে পাঠানোর পরিমাণ কম দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে।

পূর্ববর্তী নিবন্ধসেলিম ওসমানের জামিন, শুনানি ৪ জুলাই
পরবর্তী নিবন্ধমুসলমানরাই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার : ট্রাম্প