নিউজ ডেস্ক
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতেও আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রোজা পালন ও ইবাদত-বন্দেগির নতুন অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে কুয়েতের সিভিল সার্ভিস কমিশন।
বুধবার কমিশনের প্রধান ইসাম আল রুবাইয়ানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সরকারি দপ্তরগুলোতে কর্মঘণ্টা শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই এই সময়সীমার মধ্যে দপ্তরে উপস্থিত থাকতে হবে এবং সাড়ে ৪ ঘণ্টা কাজ করতে হবে।
আরও বলা হয়েছে, সরকারি যে কোনো অফিস তার কর্মঘণ্টা শুরুর ক্ষেত্রে ৮:৩০-১০:৩০-এর মধ্যে যে কোনো একটি সময় বেছে নিতে পারবে। এই সময়সীমা অফিস কর্তৃপক্ষ নির্ধারণ করে দিতে পারবেন, কিংবা কর্মীরা তাদের সুবিধামতো সময়সীমা বেছে নিয়ে অফিসকে জানাতে পারবেন। তবে সেই সময়সীমা অবশ্যই সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে হতে হবে।
এছাড়া সরকারি দপ্তরগুলোতে যারা সান্ধ্যকালীন শিফটে কাজ করেন, তাদের কর্মঘণ্টা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে সিভিল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে। সেই সঙ্গে বলা হয়েছে, সান্ধ্য শিফটের কর্মকর্তা-কর্মীদের ১৫ মিনিটি ‘গ্রেস’ দেওয়া হবে। অর্থাৎ, কর্মীদেরকে ৬টা ৪৫ মিনিট থেকে ৭টার মধ্যে কর্মস্থলে হাজির থাকতে হবে।
ইসলামের তৃতীয় ভিত্তির নাম রোজা। তাই রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে পবিত্র মাস। এই মাসে ধার্মিক মুসলিমরা সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন।