রবীন্দ্রকে ফেরালেন মেহেদি

স্পোর্টস ডেস্ক

অল্প রানের মধ্যে প্রথম ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া নিউজিল্যান্ডকে উদ্ধারে এগিয়ে আসেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। দুজনে মিলে গড়ে তুলেছিলেন প্রায় ১০০ রানের জুটি।ব্লান্ডেল তো ফিফটিও ছুঁয়ে ফেলেছেন।

একই পথে ছিলেন নিকোলসও। কিন্তু ব্যক্তিগত ৪৯ রানে ফিরলেন তিনি। খালেদ আহমেদের লাফিয়ে ওঠা বল নিকোলসের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। আর তাতে দলীয় ১৩১ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে কিউইরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে পণ্ড হয়। কিউইরা আগে ব্যাট করে ৩৩ ওভার ৪ বল হওয়ার পর ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত।

একই রকম শঙ্কা আছে দ্বিতীয় ম্যাচেও। যদিও নির্ধারিত সময়েই হয়েছে টস। খেলাও শুরু হয়েছে নির্ধারিত সময়ে। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। শূন্য রানে সাজঘরে ফেরান উইল ইয়াংকে। লাফিয়ে ওঠা বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন কিউই ওপেনার। এরপর সপ্তম ওভারে অ্যালেনকে তুলে নেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন ১২ রান করে অ্যালেন।

পরের ওভারে বোলিংয়ে আসেন অভিষিক্ত খালেদ আহমেদ। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান ডানহাতি এই পেসার। তার শর্ট অফ লেংথের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগ তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন চ্যাড বাউস (১৪)।  এরপর সেই ধাক্কা সামাল দিয়ে ১১১ বলে ৯৫ রানের জুটি গড়েন টম ব্লান্ডেল ও হেনরি নিকোলস।

৫৪ বলে ফিফটির দেখা পান ব্লান্ডেল। তবেপরের ওভারের প্রথম বলেই ভাঙে এই জুটি। খালেদের দ্বিতীয় শিকার হন নিকোলস। টাইগার পেসারের লাফিয়ে ওঠা বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬০ বলে ৪৯ রান করেন কিউই ব্যাটার।

দুই দলের একাদশ

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে থাকা তানজিম সাকিব (চোট) ও নুরুল হাসান সোহানকে বসানো হয়েছে। সেই জায়গায় নেওয়া হয়েছে দুজন পেসার। দলে ফিরেছেন গতকালই স্কোয়াডে যুক্ত হওয়া পেসার হাসান মাহমুদ। এছাড়া ওয়ানডেতে অভিষেক হয়েছে খালেদ আহমেদের।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

পূর্ববর্তী নিবন্ধউড়োজাহাজের মালিক জওয়ানের নায়িকা
পরবর্তী নিবন্ধরাখির কারণে দুই যুবকের প্রাণ গেছে : তনুশ্রী