জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
পাঁচ দফা দাবিতে আগামীকাল রবিবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে, মে দিবসে সিএনজি অটোরিকশা শ্রমিকদের উপর হামলা ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, বিভিন্ন পৌরসভায় পরিবহর কর প্রত্যাহার, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ।
এ ব্যাপারে আজ শনিবার সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এ ধর্মঘটের ডাক দিয়েছে। তিনি বলেন, রবিবার সকাল ৬টা থেকে সিলেট বিভাগের চার জেলায় কোনো ধরনের যাত্রী পরিবহন চলবে না।
শনিবার সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করে ধর্মঘটের পক্ষে শ্রমিকরা প্রচার চালিয়েছে বলেও জানান তিনি।
সেলিম আহমদ বলেন, “মে দিবসে সিএনজি অটোরিকশা শ্রমিকদের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা হামলা ও ভাঙচুর চালায়। এরপর শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।