রনির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

পটুয়াখালী-৩ (গলাটিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ বাদী হয়ে মামলাটি করেন।

এ বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, এই মামলাটি তিনি (মেহেদী মাসুদ) করতে পারেন না। ব্যারিস্টার মইনুল হকের যে রায় হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া কেউ মামলা করতে পারবে না। আমার কথার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। আমি যে কথা বলেছি তার সঙ্গে ডিজিটাল আইনের কোনো যোগসূত্র নেই। এখানে মামলার প্রেক্ষাপট ভুয়া। এখন কেউ যদি রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে কাউকে হয়রানি করতে চায় সেটি তার ব্যক্তিগত বিষয়।

গলাচিপা থানা পুলিশের ওসি আক্তার মোর্শেদ জানান, মোবাইল ফোনে রনির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় গোলাম মাওলা রনিসহ ৬ জনের নামে একটি অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমওদুদ আমাকে ১ ঘণ্টার মধ্যে এলাকা থেকে তাড়িয়ে দেবে: কাদের
পরবর্তী নিবন্ধনির্বাচন শান্তিপূর্ণ হবে : র‌্যাব ডিজি