রংপুর-গাজীপুরে হলো চিফ মেট্রোপলিটন আদালত

নিজস্ব প্রতিবেদক:

রংপুর ও গাজীপুর মহানগর এলাকার জন্য গঠিত হলো চিফ মেট্রোপলিটন আদালত। চিফ মেট্রোপলিটন আদালত গঠন করে গত ৩০ জুন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর সেকশন-৬ এর সাব-সেকশন (৩) এর ক্লজ (এ) এবং সেকশন-২১ এর উদ্দেশ্য পূরণে সরকার এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গঠন করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘চিফ মেট্রোপলিটন আদালত, গাজীপুর’-এর অধিক্ষেত্র হবে গাজীপুর মহানগর এলাকা। ‘চিফ মেট্রোপলিটন আদালত, রংপুর’-এর অধিক্ষেত্র হবে রংপুর মহানগর এলাকা।

রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০১২ সালের ২৮ জুন। গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা দেশে আসবে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘আ.লীগে যোগ দিতে বিএনপির সব পর্যায়ের নেতারা যোগাযোগ করছে’