রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: করোনার কারণে সারা দেশে রেল যোগাযোগ বন্ধের মধ্যেই রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজনই নারী। অন্যজন অটোচালক।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক হামিদুল ইসলাম দুখু (৩৪), যাত্রী নুরুন্নাহার বেগম (২৫), সুমি (২১) এবং মোস্তাফিজুর রহমান (৪২)।

স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অপর চার যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান।

পীরগাছার অন্নদানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম দুর্ঘটনা চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রমজীবী মানুষ যাতে খাদ্যকষ্টে না ভোগে প্রধানমন্ত্রীর নির্দেশ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে বনগ্রাম বাজার বনিক সমিতির জীবানু নাশক স্প্রে কর্মসূচি