যৌন হেনস্তার অভিযোগে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

পপুলার২৪নিউজ ডেস্ক:
যৌন হেনস্তার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।

স্থানীয় সময় বুধবার দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মেকে পাঠানো এক চিঠির মাধ্যমে ফ্যালন তার পদত্যাগের বিষয়টি জানান। খবর রয়টার্সের।

ফ্যালনের বিরুদ্ধে ২০০২ সালে এক রেডিও উপস্থাপকের হাঁটুতে স্পর্শ করার পরিপ্রেক্ষিতে যৌন হেনস্তার অভিযোগ ওঠে।

এ জন্য চলতি সপ্তাহের শুরুতে ক্ষমা চেয়েছিলেন ফ্যালন।

সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত যৌন হেনস্তার কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট থেকে সরে দাঁড়ানো প্রথম আইনপ্রণেতা ফ্যালন।

 

 

পূর্ববর্তী নিবন্ধবাড্ডায় ছাদ থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅবশেষে রাখাইন পরিদর্শনে গেলেন সু চি