ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে। শুধু তাই নয়, তার মাথা চেয়ে ১ কোটি টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
এই অভিযোগে তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ।মঙ্গলবার লক্ষ্ণৌয়ের কোতওয়ালি থানার ওসি সূর্যকান্ত দ্বিদেবী জানান, এই ঘটনার সঙ্গে জড়িত তিন অভিযুক্ত সুশীল যাদব, সুনীলকুমার যাদব এবং সৈয়দ রহমান ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইনজীবী রাজপাল সিংহ। তার অভিযোগ, গত ৯ জুন আদিত্যনাথের একটি আপত্তিকর ছবি নিজের ফেইসবুক ওয়ালে পোস্ট করেন সুশীল যাদব নামের এক ব্যক্তি। সেই ছবিতে মন্তব্য করেন সুনীলকুমার যাদব।
সেই আইনজীবী তার অভিযোগে আরও জানিয়েছেন, সুনীলকুমার যাদবের সেই মন্তব্যের ভাষা অত্যন্ত আপত্তিকর ছিল। একই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগীকে খুন করতে পারলে এক কোটি টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেন সুনীল। সেই ছবি এবং মন্তব্যে ইলিয়াস ফেইসবুকে লাইক করেন। তবে এখন পর্যন্ত ওই তিন অভিযুক্ত সুশীল যাদব, সুনীলকুমার যাদব এবং সৈয়দ রহমান ইলিয়াসের এখনও কোনও খোঁজ পায়নি পুলিশ বলে জানা গেছে।