বিনোদন ডেস্ক:
হত্যার হুমকি পাওয়ার পর বলিউড ভাইজান সামলান খান কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এখন পুরোদমে কাজ শুরু করছেন। তবে তিনি নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থাকছেন সব সময়। এদিকে মার্চ মাসের ৩০ তারিখ মুক্তি পাবে সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত ‘সিকান্দার’ সিনেমাটি। কিন্তু মুক্তির দিন সামনে এগিয়ে এলেও, এ সিনেমার তেমন প্রচার চোখে পড়ছে না।
সালমান খান, সাজিদ নাদিয়াওয়ালা ও এআর মুরুগাদোসের ‘সিকান্দার’ চলতি বছরের অন্যতম বিগ বাজেটের সিনেমা। কিন্তু সিনেমাটি নিয়ে মূলত প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কেন এ সিনেমার প্রচারণা নেই?
সিনেমার প্রচার মানেই তো একের পর এক সাক্ষাৎকার, দর্শকদের কাছে পৌঁছে যাওয়া- এরকমের অনেক বিষয়। কিন্তু সালমান খান এখানে কেন সবার চেয়ে আলাদা! এর আগে তো তিনি এ ধরণের প্রচার-প্রচারণা থেকে দূরে থাকতেন না। তবে এখন কেন এমনটা করছেন- সবাই এসব বলাবলি করছে।
সালমান খান মূলত এখন গুরুত্ব দিচ্ছেন তার ব্যক্তিগত নিরাপত্তার ওপর। বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই বেড়েছে সালমান খানের নিরাপত্তা। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে একাধিকবার হুমকিও পেয়েছেন ভাইজান ও তার বাবা সেলিম খান।
বাবা সিদ্দিকিকে হত্যার দায় একেবারেই নিজেদের ওপর নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সেই কারণে সালমান সবসময়েই নিরাপত্তার বলয়ে থাকছেন। বাড়িতেও তার জানলার সামনে পর্যন্ত দাঁড়ানো বারণ। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার বলয়ে।
এর আগে ২৬ ডিসেম্বর রাতেই সালমানের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে সালমানের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন ইউলিয়া ভান্তুর। সালমানের কেক কাটার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় তাকে। ২৬ ডিসেম্বর ঘড়ির কাঁটা যত রাত ১২টার দিকে এগিয়েছে, ততই বেড়েছে উৎসব। চাচাকে শুভেচ্ছা জানাতে পার্টিতে হাজির সোহেল খানের একমাত্র ছেলে নির্বাণ খান। এসেছিলেন সস্ত্রীক আয়ুশ খান, নিখিল দ্বিবেদী, গৌরী পণ্ডিত-ও। কেকের আয়োজনেও কিছু কমতি ছিল না। তবে সালমানের মুখে সেই চেনা হাসিটিই কেবল ছিল না।
জন্মদিনে অনুষ্ঠানে সালমানকে যেন বেশ কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। তা কি কেবল নিরাপত্তার কারণেই? বাবা সিদ্দিকির মৃত্যুর পরে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সালমান খান। দেখা করতে পারেননি অনুরাগীদের সঙ্গেও। এই বছরে তার জন্মদিনও পালন হয়েছে খুবই বিশেষভাবে। পার্টি হলেও সেখানে বাইরের কোনো মানুষ উপস্থিত ছিলেন না। এ বছর একেবারে ঘরোয়া পরিবেশেই সালমান কেক কেটেছেন।