‘যেহেতু ফ্রি আছি জিম্বাবুয়েতে টি-টেন খেলতে যাবো’

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মত জমজমাট আসর খেলেননি, হাতছাড়া করেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ। দেশের জন্য আইপিএল-পিএসএলে খেলার সুযোগ হাতছাড়া করলেও তাসকিন আহমেদ খেলবেন জিম-আফ্রো টি-টেন লিগ।

কিছুটা অবাক হওয়ার মতো বিষয় হলেও তাসকিন জানিয়েছেন জিম্বাবুয়েতে টি-টেন লিগে খেলতে যাওয়ার কথা। মুঠোফোনে তাসকিন বলেন, ‘যেহেতু এই সময়টা আমি ফ্রি আছি তাই এই লিগে খেলতে যাবো ইনশাআল্লাহ’।

আগামী ২০ জুলাই থেকে শুরু হবে জিম আফ্রো টি-টেন লিগের প্রথম আসর। তার আগে সোমবার (০৩ জুলাই) অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট থেকে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস।

বর্তমানে আফগানিস্তানের বিপক্ষের ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত আছেন তাসকিন। এরপর খেলবেন টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি শেষ হবে ১৬ জুলাই। এই সিরিজ শেষে তাসকিন উড়াল দেবে জিম্বাবুয়েতে। ইতোমধ্যে অনাপত্তিপত্র নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সে কথা বলেছেন তাসকিন। দ্রুতই তিনি আবেদন করবেন।

ক্রিকেট অপারেশন্স রাইজিংবিডিকে জানিয়েছে, তাসকিন অনাপত্তিপত্র নিয়ে ইতোমধ্যে কথা বলেছেন। ইতোমধ্যে তাকে আবেদন করতে বলা হয়েছে। বিষয়টি দেখবেন বোর্ড প্রেসিডেন্ট এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তাসকিনের আগে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে সরাসরি দলে ভিড়িয়েছিল জোবার্গ বাফেলোস। জিম আফ্রো টি-টেন লিগে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- হারারে হারিকেন্স, জোবার্গ বাফেলোস, ডারবান কালান্দার্স, বুলাওয়ে ব্রেভস ও কেপ টাউন স্যাম্প আর্মি।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের আয়োজনে ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি লিগটি।

 

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’
পরবর্তী নিবন্ধবিপিএলে রংপুরে খেলবেন সাকিব