বলিউড পরিচালক নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাবেক মিস ইন্ডিয়া ও বলি অভিনেত্রী তনুশ্রী দত্ত। তারপর থেকেই ‘মিটু’ দিয়ে বলিউডে নাম উঠে আসছে বিভিন্ন কলাকুশলীর।
নানা পাটেকর ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা হলেন-
অলোক নাথ: স্ক্রিনে তার ভাবমূর্তি খুবই ‘সংস্কারী’ হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন একসময়ের ছোট পর্দার নামী তারকা নভনীত নিশান্ত ও সন্ধা মৃদুল। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির এক কর্মীও।
চেতন ভগৎ: কোনও এক অজ্ঞাতনামা নারীর সঙ্গে তার চ্যাটের স্ক্রিন শট ভাইরাল হয় একসময়। নিজের দোষ মেনে নিয়ে সেই নারীর কাছে ক্ষমাও চান লেখক।
কৈলাশ খের: এক নারী সাংবাদিক এই কণ্ঠশিল্পীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।
রজত কাপুর: রজত কাপুরের ক্ষেত্রেও অভিযোগ এনেছেন এক নারী সাংবাদিক।
সাজিদ খান: এই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক নারী সাংবাদিক ও তারই এক সাবেক সহকর্মী।
বিকাশ বেহেল: প্রথমে তার ইউনিটের এক নারী কর্মী, পরে অভিনেত্রী কঙ্গনা রানাউত; দু’জনেই এই বলি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।
বিবেক অগ্নিহোত্রী: নানা পাটেকরের পাশাপাশি পরিচালকও তার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলে অভিযোগ করেন তনুশ্রী দত্ত।