পপুলার২৪নিউজ ডেস্ক :
বিশ্বের যেকোন স্থানে, যেকোন মুহূর্তে হামলা চালাতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল থান্ডার’! রাশিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক দিনের মধ্যেই শুরু হল মার্কিন ‘গ্লোবাল থান্ডার। ’ গুরুত্বপূর্ণ এই মহড়ার মাধ্যমে মার্কিন বাহিনীর পরমাণু প্রস্তুতি বাড়ানোর দিকে লক্ষ্য দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।
বিশ্বের যেসব স্থানে মার্কিন গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে, মহড়ার প্রয়োজনে যখন ইচ্ছে তখনই তাদের সক্ষমতা যাচাই করা হবে। এমনটাই জানিয়েছেন স্টার্টকমের কমান্ডার মার্কিন বিমান বাহিনীর জেনারেল জন হাইটেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ার মাধ্যমে স্ট্রার্টকমের আওতাধীন সব সক্ষমতার সমন্বয় ঘটানো হবে। বিশ্বের যে কোন স্থানে, যেকোন মুহূর্তে, যেকোন মার্কিন শত্রুর বিরুদ্ধে অভিযানের লক্ষ্যে এই সমন্বয় ঘটানো হবে বলেও বিবৃতি উল্লেখ করা হয়। তবে এরই মধ্যে মহড়ার বিষয়ে রাশিয়াকে অবহিত করেছে পেন্টাগণ।