যুব বিশ্বকাপে ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পে‍ার্টস ডেস্ক : যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অ্যান্টিগায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। গতবারের দুই ফাইনালিস্ট এবার শেষ আটেই লড়ছে।

টস জিতে ভারতের অধিনায়ক যশ ধুল বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। ম্যাচটি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস, জিটিভি ও র্যাবিটহোল বিডিতে।

যুব ক্রিকেটে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ২৪ ম্যাচে। সেখানে ভারতের ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র ৪টিতে! একটিতে ফল আসেনি।

ম্যাচের আগে কয়েকদিনের বিশ্রাম ভালোভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। নিয়মিত অনুশীলনের পাশাপাশি ম্যাচ পরিস্থিতি অনুযায়ী নিজেদের ভেতরে ম্যাচ খেলেছে যুবারা। তাতে ভুলগুলো শুধরানোর পাশপাশি নিজেদের মানসিকভাবে চাঙ্গা রেখেছে দল।

বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান জানালেন, ফিয়ারলেস ও পজিটিভ ক্রিকেট খেলতে পারলেই আসবে প্রত্যাশিত জয়। তার ভাষ্য, ‘নিজেদের স্কিলের ওপর আমাদের আত্মবিশ্বাস আছে।

চেষ্টা করবো মাঠে আমাদের স্কিল শতভাগ বাস্তবায়ন করার। ওদের সাথে ফিয়ারলেস ও পজিটিভ ক্রিকেট খেলবো, যাতে আমরা ভালো একটা ফল নিয়ে বের হয়ে যেতে পারি।

পূর্ববর্তী নিবন্ধজ্যাকসের রেকর্ড ফিফটির পর হাওয়েল ঝড়ে চট্টগ্রামের ২০২
পরবর্তী নিবন্ধমুজিবের ঘূর্ণি সামলানোর পথ জানা ছিল না মুশফিকের