বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। আংশিক এ কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পেশ করবে।
সোমবার রাতে দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মনোনীত হয়েছেন।
এদিকে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি হয়েছেন এসএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল।
ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হয়েছেন রফিকুল আলম মজনু। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে শরীফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, যুগ্ম সম্পাদক পদে সাঈদ হাসান মিণ্টু, আরটি মামুন, আনন্দ শাহ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জামাল উদ্দিন খান শাহীন।