যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত বিএনপির সাবেক এমপির মৃত্যু

 

কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে বিগত সময় যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার হওয়া সাবেক এমপি রশিদ মৃত্যুবরণ করেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৪৭ সালে থেকে তিনি আওয়ামী মুসলিম লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৭৯ সালে বিএনপি থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গত ২০১৫ সালের ২ মার্চ মহেশখালীর বাড়ি থেকে গ্রেফতার হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জেলে থাকা অবস্থায় একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিনি অন্তর্বর্তী জামিন নিয়ে আদালতের নজরে থেকে ঢাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। ওই বাড়িতেই তার মৃত্যু হয়।

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দায়ের হওয়া এই মামলাটি বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

পরিবারের সদস্য আমিনুল হক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। পরে মহেশখালীতে নিয়ে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া যুদ্ধাপরাধী জিন্নাত আলী ও মৌলানা শামসুদ্দোহা জেলখানায় মৃত্যুবরণ করেছিলেন। গ্রেফতার হওয়ার আগে মৃত্যুবরণ করেন এই মামলার অপর এক আসামি মৌলানা আব্দুল মজিদ।

রশিদ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী কর্তৃক গঠিত শান্তি কমিটির মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির অধিকাংশ নেতার নামে দুর্নীতির মামলা আছে: প্রধানমন্ত্রী 
পরবর্তী নিবন্ধকুমেকে সংঘর্ষের ঘটনায় ২৬ শিক্ষার্থী বহিষ্কার