যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

দখলদার ইসরাইলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ফিলিস্তিনের বিরুদ্ধে নজিরবিহীন নানা পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরই অংশ হিসেবে সর্বশেষ পদক্ষেপে মার্কিন সরকার দেশটি থেকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হেসাম জামলাতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

এর আগে আমেরিকা ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থাকে সাহায্য বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত হেসাম জামলাত জানিয়েছেন, মার্কিন সরকার তার পরিবারের জন্য ২০২০ পর্যন্ত ভিসা দিলেও এখনই তাদের আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এমনকি মার্কিন সরকার তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে।

এদিকে পিএলওর নির্বাহী কমিটির সদস্য হানান আশরাভি মার্কিন এ পদক্ষেপকে ট্রাম্পের পক্ষ থেকে প্রতিশোধমূলক হিসেবে অভিহিত করে বলেছেন, এ থেকে নারী ও শিশুসহ নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি আমেরিকার বিদ্বেষ ও নির্মমতা ফুটে উঠেছে।

ফিলিস্তিন সশাসন কর্তৃপক্ষ দখলদার ইসরাইলের সঙ্গে সরাসরি সংলাপে বসছে না, এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র গত ১০ সেপ্টেম্বর ওয়াশিংটনে ফিলিস্তিনি কূটনীতিকদের দফতর বন্ধ করে দেয়।

পূর্ববর্তী নিবন্ধচীনা পণ্যে ট্রাম্পের আরও ২০০ বিলিয়ন ডলার শুল্কারোপ
পরবর্তী নিবন্ধএটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?