যুক্তরাষ্ট্রে সঙ্গীতানুষ্ঠানে হুড়োহুড়িতে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে একটি সঙ্গীতানুষ্ঠানে হুড়োহুড়িতে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টনে একটি গানের অনুষ্ঠানের প্রথম দিনেই প্রচুর মানুষ ভিড় করেছে। সেখানে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

জরুরি বিভাগের কর্মকর্তারা বলেন, ট্রাভিস স্কট অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেসটিভালে মঞ্চের সামনে ভিড় বাড়তে থাকায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ১১ জনকে হাসপাতালে নেওয়া হয় এবং আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওই অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হয়েছিল। সামান্য আঘাত ও ব্যথার কারণে প্রায় ৩শ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমডেলিং ছাড়লেন পাকিস্তানের আবির রিজভী
পরবর্তী নিবন্ধস্ত্রী-শ্যালিকা দুজনই অন্তঃসত্ত্বা, কারাগারে যুবক