যুক্তরাষ্ট্রে মসজিদে বোমা হামলা

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিনেসোটার এক মসজিদের বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে নামাজ আদায়ের জন্য মুসল্লিরা সেখানে জড়ো হওয়ার পর এ বোমা হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

তবে দার আল ফারুক ইসলামিক সেন্টার নামে পরিচিত মসজিদটিতে বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণে ইমামের দফতরটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ বলছে, মসজিদের কাচের জানালা ভেঙে একটি বোমা ভেতরে ছুড়ে দেয়া হলে তা বিস্ফোরিত হয়।

এ ঘটনায় দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্ত শুরু করেছে।

তদন্তের দায়িত্বে থাকা এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রিচার্ড থর্টন গণমাধ্যমকে জানিয়েছেন, বোমাটি হাতে তৈরি ছিল বলে তারা ধারণা করছেন। ঘটনাটি কি হেইট ক্রাইম নাকি এর পেছনে অন্য কোনো শক্তি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় প্রশাসনও এ ঘটনায় আলাদা তদন্ত শুরু করেছে। হামলাকারীর তথ্য দেয়ার জন্য মুসলিম আমেরিকান সোসাইটির পক্ষ থেকে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধখাবারের ঘ্রাণে ওজন বাড়ে!
পরবর্তী নিবন্ধআনুশকার সঙ্গে প্রেমের গুঞ্জনকে গুজব বললেন প্রভাস