নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেলে একটি প্লেন দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের সময় গায়ক ভিন্স নিলের মালিকানাধীন একটি বিজনেস জেটের সঙ্গে আরেকটি প্লেনের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
ফেডারেল এভিয়েশন প্রশাসনের (এফএএ) তথ্য অনুযায়ী, লিয়ারজেট ৩৫এ মডেলের প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পার্ক করা একটি গালফস্ট্রিম ২০০ বিজনেস জেটের সঙ্গে ধাক্কা খায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় ছোট প্লেনটির বামদিকের প্রধান ল্যান্ডিং গিয়ার কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে।
গায়ক ভিন্স নিল নিজে প্লেনটিতে ছিলেন না বলে জানিয়েছেন তার মুখপাত্র। প্লেনটি টেক্সাসের অস্টিন থেকে স্কটসডেলে যাচ্ছিল।
স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ডেভ ফোলিও জানিয়েছেন, দুর্ঘটনার পর পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। তিনজনকে হাসপাতালে নেওয়া হয় এবং একজন চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।
মোটলি ক্রু ব্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহত ব্যক্তি ছিলেন প্লেনের পাইলট। প্লেনটিতে ভিন্স নিলের প্রেমিকা ও তার এক বন্ধুও ছিলেন এবং তারা আহত হয়েছেন।
তবে পরে পোস্টটি সরিয়ে নতুন এক বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে কারা আহত বা নিহত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। নতুন বিবৃতিতে জানানো হয়, প্লেনটিতে চারজন ছিলেন—দুইজন পাইলট ও দুইজন যাত্রী।
বিবৃতিতে আরও বলা হয়, এই দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তদন্ত চলছে। ভিন্স নিল সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধারকর্মীদের দ্রুত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।