যুক্তরাষ্ট্রের হয়ে আর লড়বে না পাকিস্তান : ইমরান খান

পপুলার২৪নিউজ ডেস্ক:

আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পাকিস্তানকে নিয়ে লড়াই করেছিল যুক্তরাষ্ট্র। সেই আফগানিস্তান নিয়েই এবার চিড় ধরেছে এই দুই দেশের সম্পর্কে।

সন্ত্রাসের পথ ছাড়তে পাকিস্তানেকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সে দেশের সাবেক ক্রিকেটার ও নেতা ইমরান খান।‘আর আমেরিকার হয়ে লড়াই করবে না পাকিস্তান। ’ মঙ্গলবার এমনটাই বললেন পাকিস্তানের প্রধান বিরোধী দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর প্রধান ইমরান খান। পানামা কেলেঙ্কারিতে গদি হারিয়েছেন নওয়াজ শরিফ। তারপর থেকেই তুঙ্গে ইমরানের জনপ্রিয়তা। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে তার সামনে। তাই তার এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ।

এদিন একটি টুইট করে ইমরান বলেন, “আফগানিস্তানে আমেরিকার হয়ে দু’টি লড়াইয়ে অংশ নিয়েছে পাকিস্তান। সে দেশের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে নিহত হয়েছে প্রায় ৭০ হাজার পাকিস্তানি। প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে দেশের। আর আমেরিকার হয়ে লড়াই করবে না পাকিস্তান। ”

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের ধনী অভিনেতাদের শীর্ষ দশে শাহরুখ-সালমান-অক্ষয়
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২ যুবলীগ নেতা আটক