পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোববার প্রেসিডেন্টের চাপে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিয়েশ্চেন নিয়েলসেন।
নিয়েলসেন বলেন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের দায়িত্ব সামলানো খুবই সম্মানের। খবর বিবিসির।
প্রায় দেড় বছর (১৬ মাস) ধরে তিনি হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এ সময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত সীমান্ত নীতি বাস্তবায়নে কাজ করেছেন।
সম্প্রতি মেক্সিকো সীমান্তের পরিস্থিতি নিয়ে ট্রাম্প টুইটারে বলেন, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিয়েশ্চেন নিয়েলসেন পদত্যাগ করছেন এবং আমি তাকে তার কাজের জন্য ধন্যবাদ জানাই।
দেশটির কাস্টমস ও বর্ডার প্রটেকশন কমিশনার কেভিন ম্যাকলিনানকে ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।