যুক্তরাষ্ট্রকে ‘উপেক্ষা’ করেই তুরস্কের পাশে জার্মান

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রকে 'উপেক্ষা' করেই তুরস্কের পাশে জার্মান

বিশ্ব অর্থনীতিতে আতঙ্ক সৃষ্টি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পণ্যের ওপর নানারকম বাড়তি শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন। এ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে দেশ দু’টি। আর এমন পরিস্থিতির মাঝেই আঙ্কারার সাথে সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে জার্মান।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে টেলিফোনে আলাপ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল। এসময় মারকেল বলেন, তুরস্কের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক শক্তিশালী করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পর্যায়ের সফরের মধ্যদিয়ে সে সম্পর্ক এগিয়ে নেয়া হবে। জার্মানির স্বার্থেই তুরস্কের শক্তিশালী অর্থনীতি দরকার।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে জার্মানি সফরে যাবেন এরদোগান। এছাড়া, আগামী কয়েক দিনের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাকের সঙ্গে জার্মান অর্থমন্ত্রী পিটার আল্‌তমেয়ারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

পূর্ববর্তী নিবন্ধঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ভোগান্তির শঙ্কা
পরবর্তী নিবন্ধফিক্সিংয়ের দায়ে দশ বছর নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার