যুক্তরাজ্যে ফিরতে শামীমাকে অনুমতি দেয়নি সুপ্রিমকোর্ট

নিজস্ব ডেস্ক:

জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে পালিয়ে যাওয়া তরুণী শামীমা বেগমকে সিরিয়া থেকে যুক্তরাজ্যে ফেরার সুযোগ দেয়া হবে না বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। খবর বিবিসির।

২০১৯ সালে যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে শামীমার নাগরিকত্ব বাতিল করেন। ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তরাজ্যে ফিরতে চেয়েছিলেন শামীমা।

কিন্তু এক সর্বসম্মত রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, তাকে যুক্তরাজ্যে ফিরতে না দিয়ে সরকার শামীমা বেগমের অধিকার লংঘন করেনি।

বর্তমানে ২১ বছর বয়স্ক শামীমা বেগম উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন।

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব লন্ডনের আরও দু’জন স্কুলপড়ুয়া ছাত্রীসহ যুক্তরাজ্য ত্যাগ করে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান। সেখানে ইসলামিক স্টেট গোষ্ঠীতে যোগ দেন তিনি।

তখন শামীমা বেগমের বয়স ছিল ১৫। সেখানে নেদারল্যান্ডসের এক জিহাদিকে তিনি বিয়ে করেন।

এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার এক শরণার্থী শিবিরে শামীমার সাক্ষাৎ পান ব্রিটিশ সাংবাদিক। তখন শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৭০
পরবর্তী নিবন্ধকাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী