যুক্তরাজ্যে ‘প্রথমবারের মত’ মুসলিম সমকামী জুটির বিয়ে

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যে ‘প্রথমবারের মত’ মুসলিম সমকামী জুটি বিয়ে করেছে। ওই সমকামী জুটির একজন বাংলাদেশি বংশোদ্ভূত। তার নাম জাহেদ চৌধুরি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

জাহেদ ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসাল শহরে সেয়ান রোগানকে বিয়ে করেন।

অনলাইনে ছড়িয়ে পড়া বিয়ের ভিডিও এবং ছবিতে তাদেরকে বাংলাদেশি বিয়ের ঐহিত্যবাহী পোশাকে দেখা যায়।

তবে বিয়ের অনুষ্ঠানে জাহেদের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
বিয়ের পর ২৪ বছরের জাহেদ ‘দ্য এক্সপ্রেস অ্যান্ড স্টার’কে নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘নিজেকে সব সময়ই বাংলাদেশি মুসলিম পরিবারের কুলাঙ্গার বলে মনে হত। স্কুলে আমাকে উৎপীড়নের শিকার হতে হয়েছে। অন্য মুসলিমরা আমার ওপর চড়াও হত এবং স্থানীয় মসজিদে আমার যাওয়া নিষিদ্ধ ছিল।’

জাহেদের দাবি, আমরা পুরো বিশ্বকে দেখাতে চাই, আমরা একইসঙ্গে সমকামী এবং মুসলিম হতে পারি।

২০১৫ সাল থেকে জাহেদ-রোগান জুটি একসঙ্গে বসবাস শুরু করেন।

২০১৩ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করা হয়। যদিও ‘দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’ এবং ‘দ্য চার্চ অব ইংল্যান্ড’ এ আইনের বিপক্ষে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে তথ্যের মিল নেই: আছাদুজ্জামান
পরবর্তী নিবন্ধসৌরভের আপত্তি ছিল শাস্ত্রীকে নিয়ে