যাদের ‘নির্যাতিত মানুষের প্রতীক’ বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় চলা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশের মানুষও এর প্রতিবাদ জানাচ্ছে। আজ (৭ এপ্রিল) ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছেন। বিভিন্ন রাজনেতিক দলও গাজার মানবতাবিরোধী হত্যাকাণ্ড ও যুদ্ধের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারও সোশ্যাল মিডিয়ায় গাজার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পোস্ট দিচ্ছেন। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও তার ফেসবুকে ফিলিস্তিনের মানুষের পক্ষ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে শাকিব খান লিখেছেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা! তাদের পাশে আছি- ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।’

শাকিব খান ছাড়াও গাজার বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ, অভিনেত্রী জয়া আহসানসহ বেশ কয়েকজন তারকা। জনপ্রিয় গায়ক আসিফ আকবর তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে।’

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।’

চিত্রনায়ক সিয়াম আহমেদ তার ফ্রি প্যালেস্টাইন স্যুটের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটা, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে?’

তিনি আরও লেখেন, ‘এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে আসলো, তার দায় কি এই পৃথিবী নেবে না? এই বিশ্ব লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ, আমরা কেউ কি এড়াতে পারবো এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।’

অভিনেত্রী তমা মির্জা তার ফেসবুকে গাজায় ইসরায়েলি হামলার একটি ছবি পোস্ট করে লিখেছেন, এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদত এর চিত্র!’

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমে কেমন খেললেন নাসির?
পরবর্তী নিবন্ধক্যারিয়ারে দুর্দিন, অনুরাগীদের কাছে পরামর্শ চাইলেন ভাইজান