যাদের কোনো নীতি-আদর্শ নেই তারাই ঐক্য করেছে: নাসিম

পপুলার২৪নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে সমুচিত জবাব দেয়া হবে। যাদের কোনো দল, নীতি-আদর্শ নেই তারাই ঐক্যের নাম দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। বিশ্বনেতারা বলেছেন, আবার প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।

শুক্রবার দুপুর ১২টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাসা গ্রুপ কর্তৃক নির্মিত নিমানিশু নিরাপদ মা, নিরাপদ শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনে আসেন, খেলা হবে মাঠে। খেলার মাঠে ফাউল করলে লাল কার্ড দেখানো হবে। মেসি, নেইমার বিশ্বকাপে গোল মিস করেছে, কিন্তু শেখ হাসিনা নির্বাচনী মাসে গোল মিস করবেন না।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের কাছে মানবতার নেত্রী হিসেবে প্রশংসিত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত বিশাল রোহিঙ্গাকে জনগোষ্ঠীকে উখিয়া-টেকনাফে আশ্রয় দেয়ায় এখানকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানায়।

এ সময় নাসা গ্রুপকে উদ্দেশ করে তিনি বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দেরও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের যাতে সুচিকিৎসা থেকে বঞ্চিত না হয় নির্বাচনের আগেই আরও ৭ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। কোনো হাসপাতালে ডাক্তার, নার্স শূন্যতা থাকবে না।

উখিয়া-টেকনাফের জনগণকে নৌকাকে বিজয় করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, আগামীতে বিজয় হবে নৌকার। কোনো অপশক্তি এ বিজয় ঠেকাতে পারবে না।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য উদ্বোধন শেষে নাসা কর্তৃক নির্মিত হাসপাতাল ঘুরে দেখেন।

কক্সবাজার জেলা সিভিল সার্জন আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উখিয়া-টেকনাফে সংসদ আব্দুর রহমান বদি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব (হাসপাতাল) বাবুল কুমার সাহা, নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সাইফুল আলম বক্তব্য দেন।

এছাড়া অনুষ্ঠানে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার এমএ মোহী, স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর ডা. মোহাম্মদ আবুল হাসেম, চট্টগ্রাম বিভাগের পরিচলক স্বাস্থ্য, ডা. মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআমরা এ সুযোগ কাজে লাগাতে চাই: মাশরাফি
পরবর্তী নিবন্ধক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি লিটনের