যশোরে হাতকড়াসহ পলাতক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
যশোরে পুলিশের হাতে আটকের পর হাতকড়াসহ ‘পালিয়ে যাওয়া’ যুবক কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে যশোর-নড়াইল সড়কের আয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (২৫) বাঘারপাড়ার খলিলপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশের দাবি, রোববার সাব্বিরের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক উদ্ধার হয় এবং ঘটনাস্থল থেকে হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে যান।

সোমবার ভোরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে মাদকের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে সাব্বির নিহত হয়েছেন।

বাঘারপাড়া থানার ওসি শেখ মতিয়ার রহমান জানান, রাতে উপ-পরিদর্শক (এসআই) নিয়ামুল ফোর্সসহ হাইওয়ে ডিউটিতে ছিলেন। এসময় যশোর-নড়াইল সড়কের আয়াপুরে জনৈক নজরুল ইসলামের বাড়ির কাছে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলি হচ্ছে বলে জানতে পারেন।

পুলিশ সেখানে উপস্থিত হলে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে সেখানে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়।

পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। তার ঘাড়ের বাম পাশে মাথার নিচে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে।

ঘটনাস্থল থেকে ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।

ওসি আরও বলেন, রোববার বাঘারপাড়া থানা পুলিশ উপজেলার খলিলপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক, মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক করা হয় তিনজনকে। এর মধ্যে সাব্বির হোসেন নামে একজন হাতকড়াসহ পালিয়ে যান। পরে তার লাশ উদ্ধার হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ধসে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধউত্তর-পূর্ব ভারতে দুর্যোগে ২৫ জনের প্রাণহানি