পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
রোববার সকাল পৌনে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের ভদু ঢালীর ছেলে লাভলু (৪০) ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ (৩০)।
আহতরা হলেন- একই এলাকার আসাদ (৩৫), শওকত (২৫), সাইদুর (২৬), সোহেল (২৬), জাকির (২৫), আশরাফুল (৩০), উজ্জ্বল (৩০) ও অজ্ঞাতপুরুষ (৪৫)।
হতাহতরা সবাই স্থানীয় একটি পোল্ট্রি ফিড কারখানার শ্রমিক।
হাসপাতাল স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে দশজন শ্রমিক চৌগাছার ফুলসারা এলাকা থেকে অটোরিকশায় করে কর্মস্থল যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় পৌঁছায়। এসময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে বাসের সামনে পড়লে চাপায় ১০ শ্রমিকই আহত হন।
তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে আনার পর লাভলু মারা যান। আহত মধ্যে ফরিদ ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ফরিদের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।