ময়মনসিংহে বসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

পপুলার২৪নিউজ ডেস্ক:
‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’ নামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার বসছে প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতীর জন্মস্থান ময়মনসিংহে ।
এ উৎসবে ৩৫টি দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার পাশাপাশি ২০-২৫ জন আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এর আয়োজক সিনেমা বাংলাদেশে। আগামীকাল ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এটি চলবে ময়মনসিংহ শহরের শিল্পকলা একাডেমিতে ।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব প্রযোজক হেমন্ত সাদিক, সমন্বয়ক আসমা আক্তার লিজা, নাট্যকার আবুল মনুসুর, স্থানীয় সাংস্কৃতিক কর্মী কাজী আজাদ জাহান শামীম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন।
উৎসবকে ঘিরে ময়মনসিংহের সংস্কৃতি কর্মীদের মাঝে বইছে আনন্দ। আয়োজক কমিটির উৎসব প্রযোজক হেমন্ত সাদিক বলেন, ‘উৎসবের ৭৪টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেবে এবং এসব চলচ্চিত্র ৩ দিনই প্রদর্শিত হবে।’
তিনি আরও জানান, তৃতীয়বারে মতো ময়মনসিংহে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের ছবি নিয়ে আন্তর্জাতিকভাবে উৎসবের আয়োজন করা হচ্ছে। এর আগে ২১০৭ সালে লক্ষ্মীপুরে ও ২০১৮ সালে রংপুরে উৎসবের আয়োজন করা হয়েছিল। আগামীতে সিলেটে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করার কথা রয়েছে।

এবারের উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছে বিশ্বের ১০১টি দেশের সর্বোচ্চ ৩২ বছর বয়সী তরুণদের নির্মিত প্রায় ১৭০০টি চলচ্চিত্র। যার মধ্য থেকে ৩৫টি দেশের নির্বাচিত ৭৪টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
উৎসবের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের দায়িত্ব পালন করবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্ব পালন করা ফিপরেস্কি, সাদিয়া খালিদ ও ইরানি নির্মাতা মোর্তেজা ফার্মবাফ। এছাড়া জাতীয় চলচ্চিত্র বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্জর, নুরুল আলম আতিক ও জাহিদুর রহমান অঞ্জন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। এছাড়া বিভিন্ন দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের পাশাপাশি দেশ বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে।

আর আগামী ৭ সেপ্টেম্বর সমাপনী দিনে বিচারকদের রায়ে পুরস্কারপ্রাপ্ত ৮টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। ওই দিন দেশ বিদেশের ৫০ জন নির্মাতাদের অংশ গ্রহণে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন নির্মাতা গোলাম রাব্বানী।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের জন্য সিনেমা বাংলাদেশ সংগঠনটি ময়মনসিংহকে বেছে নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘এ ধরণের আয়োজন সাংস্কৃতিক অঙ্গনসহ ময়মনসিংহবাসীকে গর্বিত করবে।’

 

পূর্ববর্তী নিবন্ধজাদুঘরের নতুন সভাপতি শামসুজ্জামান খান
পরবর্তী নিবন্ধইউজিসির শিক্ষক নিয়োগ-পদোন্নতি ৭৩’র  বিশ্ববিদ্যালয় আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ : চবি শিক্ষক সমিতি