ম্যানসিটির ট্রেবল জেতানো ইলকায় গুন্ডোগানকে নিয়ে নিলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : ২৪ বছর পর ইংলিশ ফুটবলে রেকর্ড গড়েছিলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর তারা জিতলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও। ইউরোপের সেরা এই শিরোপাটি ম্যানসিটি ঘরে তুলে নিলো প্রথমবারের মত। ট্রেবল জয়ের আনন্দ উদযাপনে এখনও ব্যস্ত ম্যানসিটির সমর্থকরা।

এরই মধ্যে তাদের জন্য দুঃসংবাদ। সিটির ট্রেবল জয়ের অধিনায়ক জার্মান তারকা ইলকায় গুন্ডোগানকে চুক্তিবদ্ধ করে নিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ম্যানসিটির সঙ্গে এই মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা এই জার্মান তারকার। সমর্থকরা আশা করেছিলেন গুন্ডোগানকে ধরে রাখবেন সিটি কোচ গার্দিওলা। বিশেষ করে সিটির ট্রেবল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পুরস্কার হিসেবে হলেও।

কিন্তু মেসিকে না পেয়ে শক্তিশালি স্কোয়াড গঠনের দিকে নজর দেয়া বার্সার দৃষ্টি পড়ে সিটি অধিনায়কের ওপর। তারা ম্যানসিটির সঙ্গে গুন্ডোগানের ব্যাপারে যোগাযোগ করে এবং একটা চুক্তিতে পৌঁছায় যে, এই মৌসুমের পর যেন এই জার্মান তারকার সঙ্গে আর চুক্তি না বাড়ায় তারা।

দুই ক্লাবের এই চুক্তির ফলেই ৩০ জুনের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩২ বছর বয়সী গুন্ডোগান এবং তিনি এরপর দুই বছরের জন্য যোগ দেবেন বার্সেলোনায়। চুক্তির মেয়াদ চাইলে আরও এক বছর বৃদ্ধির অপশনও রাখা হয়েছে দুই পক্ষের সম্মতিতে।

ম্যানসিটির হয়ে সাতটি মৌসুম খেলেছেন গুন্ডোগান। এর মধ্যে ৫টি প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি। এবার তো জিতলেন ট্রেবল শিরোপা। রয়েছে এফএ কাপসহ অনেগুলো সাফল্য। জার্মান এই তারকাকে পেতে চেয়েছিলো আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল এবং সৌদি আরবের প্রো লিগও। কিন্তু শেষ পর্যন্ত তিনি গেলেন বার্সেলোনায়।

চুক্তিটা এখনও ঝুলন্ত রয়েছে। তবে শারীরিকভাবেই এখন গুন্ডোগান বার্সার ফুটবলার। চুক্তি ঝুলন্ত থাকার মূল কারণ হচ্ছে, বার্সার ফাইনান্সিয়াল ইস্যু। যেটার কারলে লা লিগার পক্ষ থেকে নানা বিধি-নিষেধ আরোপ করা রয়েছে তাদের ওপর। এ কারণেই মূলত বার্সাকে নজর দিতে হচ্ছে ফ্রি এজেন্ট মার্কেটের দিকে। ৩০ জুনের পর যে সব ফুটবলারকে ফ্রি পাওয়া যাবে, তাদের সঙ্গেই চুক্তি করতে পারবে তারা।

তবে গুন্ডোগানকে কত পারিশ্রমিক দেয়া হচ্ছে, সে বিষয়ে মুখ খুলছে না কোনো পক্ষই।

 

পূর্ববর্তী নিবন্ধআইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে রুট
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাইপর্বের ভেন্যুতে আগুন!