ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা ডি ব্রুইনার

স্পোর্টস ডেস্ক:

দশ বছরের এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটাতে চলেছেন কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটির হয়ে অসংখ্য সাফল্যের সাক্ষী এই বেলজিয়ান মিডফিল্ডার জানিয়েছেন, চলতি মৌসুমের শেষেই তিনি ক্লাব ছাড়ছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের বিদায়ের ঘোষণা দেন তিনি।

ডি ব্রুইনার বর্তমান চুক্তি চলতি গ্রীষ্মে শেষ হচ্ছে এবং নতুন করে তা নবায়নের কোনো ইঙ্গিত না দিয়ে তিনি জানিয়ে দেন, মৌসুম শেষে তিনি ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন।

সিটির হয়ে ডি ব্রুইনার দশ বছর দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব জিতেছে মোট ১৬টি ট্রফি-যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ, পাঁচটি কারাবাও কাপ, দুটি এফএ কাপ, দুটি কমিউনিটি শিল্ড এবং একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

দুইবার (২০১৯-২০ এবং ২০২১-২২) প্রিমিয়ার লিগ সিজনের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ডি ব্রুইনা তার বিদায় বার্তায় লেখেন, ‘আপনারা এটা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চলেছি। তাই সরাসরি বলেই দিই, এই মৌসুমটাই ম্যানচেস্টার সিটির হয়ে আমার শেষ সময়।’

তিনি আরও বলেন, ‘এই লেখা সহজ নয়। তবে একজন ফুটবলারের জীবনে এই দিনটি একদিন না একদিন আসেই; আমার জন্য সেই দিন এখন এসে গেছে। আমি চাই, আপনারা এটি প্রথমেই আমার মুখ থেকেই শুনুন।”

ডি ব্রুইনা ক্লাব এবং শহরের প্রতি তার গভীর ভালোবাসার কথাও জানান, ‘এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। আমিও চেষ্টা করেছি তাদের সবকিছু ফিরিয়ে দিতে এবং আমরা একসাথে সবকিছুই জয় করেছি।

পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুরি, রোম, মেসন, মিশেল এবং আমি এই শহরকে কখনো ভুলব না। ‘ম্যানচেস্টার’ চিরকাল আমাদের সন্তানের পাসপোর্টে থাকবে এবং তার চেয়েও বেশি করে, আমাদের হৃদয়ে। এই শহর সবসময়ই আমাদের ঘর থাকবে।’

ম্যানচেস্টার সিটির ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ডি ব্রুইনা চিরস্মরণীয় হয়ে থাকবেন। এখন অপেক্ষা শুধু তার সিটি অধ্যায়ের শেষ ম্যাচগুলোর জন্য, যেখানে তিনি শেষবারের মতো আকাশি নীল জার্সিতে মাঠ মাতাবেন।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাই শিবিরে ফের ধাক্কা, ছিটকে গেলেন রোহিত
পরবর্তী নিবন্ধরোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয়