ম্যাজিস্ট্রেট দেখে দৌড় দিলেন বর

পপুলার২৪নিউজ ডেস্ক:

বাল্যবিয়ে ঠেকাতে বিয়েবাড়িতে অভিযান চালিয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম।

শুক্রবার (২২ নভেম্বর) গভীর রাতে এ অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখে দৌড়ে পালিয়ে যান বর। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম বলেন, উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চাঁন মিয়ার ছেলের সঙ্গে নান্দাইল উপজেলার জলহরি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে নবম শ্রেণির ছাত্রী বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার গভীর রাতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। এ সময় অভিযান চালানো হয়। তখন বর দৌড়ে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্কুলছাত্রীকে বাবার জিম্মায় দেয়া হয়। পাশাপাশি বাল্যবিয়ের আয়োজন করায় বরের বাবা চাঁন মিয়াকে ১০ হাজার জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপিরোজপুরে তরুণীকে দলবেঁধে ধর্ষণ
পরবর্তী নিবন্ধআহত হয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ